আপনি কি জানেন আপনি যদি সকাল বেলায় পূর্ব থেকে পশ্চিমে ঘন্টায় (প্রায়) ১৬০০ কিলোমিটার স্পিডে ভ্রমন করেন তবে আপনি শুধু সকালই দেখবেন।
(এটা ঢাকা অঞ্চলের হিসাব। উত্তর গোলার্ধে অথবা দক্ষিণ গোলার্ধে হলে হিসাব আলাদা হবে।)
শুধু সকাল কিভাবে দেখবেন চলুন আলোচনা করা যাক।
পৃথিবী তার নিজের মেরুদন্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এই আবর্তন গতিকে আহ্নিক গতি বলে। পৃথিবী তার নিজের মেরুদন্ডের উপর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করতে সময় নেয় ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড বা ২৪ ঘন্টা অর্থাৎ একদিন।একে সৌর দিন বলে।পৃথিবীর আহ্নিক গতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবী পৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এর পৃষ্ঠ সর্বত্র সমান নয়। সে কারনে পৃথিবীপৃষ্ঠের সকল স্থানের আবর্তন বেগও সমান নয়। এজন্য নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। ঘন্টায় প্রায় ১৭০০ কিঃমিঃ। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতিবেগ ১৬০০ কিঃমিঃ। যত মেরুর দিকে যায় এর আবর্তনের বেগ তত কমতে থাকে এবং মেরুদ্বয়ে প্রায় নিঃশেষ হয়ে যায়।
যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘন্টায় (প্রায়) ১৬০০ কিলোমিটার স্পিডে আবর্তন করে, এখন যদি আমরা একই স্পিডে পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করি তবে সূর্যের সাপেক্ষে আমরা স্থির থাকবো। ফলে আমরা সকালে যাত্রা শুরু করলে শুধু সকালই দেখতে পাবো।
আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে তথ্য। সাধারণ জ্ঞান মানুষ সম্পর্কে বিভিন্ন তথ্য।