কিছু মজাদার ফ্যাক্ট ও সাধারণফ্যাক্ট ও সাধারণ জ্ঞান যেগুলো আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। তো চলুন শুরু করা যাক আজকের ফ্যাক্ট পোস্ট।
১) অনেকে মনে করেন যে আমাদের অক্সিজেনের প্রধান উৎস বনভূমি, আসলে, মহাসাগরগুলি পৃথিবীতে মোট অক্সিজেনের অন্তত অর্ধেক অবদান রাখে।
২) কিছু ধরণের সামুদ্রিক প্রাণী যেমন কচ্ছপ এবং স্যামন, নিজেদেরকে নির্দেশ করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সনাক্ত করতে সক্ষম। তাই তারা সর্বদা তাদের বাড়ির পথ খুঁজে পায়। যদি না তারা জেলেদের হাতে ধরা পড়ে।
৩) আপনি যদি ভুলবশত একটি রেজার ব্লেড খেয়ে ফেলেন তবে মানুষের পাকস্থলী অত্যন্ত অম্লীয় এবং 2 ঘন্টার মধ্যে একটি রেজার ব্লেড ধ্বংস করতে পারে তা নিয়ে চিন্তা করার দরকার নেই। তবে এটা নিশ্চিত যে মুখে ব্যাথা হবে।
৪) কলা খেলে আপনি মারা যেতে পারেন কারণ এই ফলটিতে তেজস্ক্রিয় পটাসিয়াম রয়েছে। তবে শান্ত হোন, বিকিরণ থেকে মারা যাওয়ার জন্য মানুষের একবারে 10 মিলিয়ন কলা দরকার।
বিশ্বের জানা অজানা কিছু তথ্য।
১) অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
২) প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।
৩) এ মাত্র যিনি কলা খেলেন তার প্রতি মশার আকর্ষণ বেশী ।
৪) একজন মানুষের জীবনে ৪০ পাউন্ড চামড়া ঝরে যায়। অর্থাৎ সে হিসেবে প্রতি মাসে একবার দেহের চামড়া পরিবর্তিত হয়।
৫) এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ আছে।
৬) মানুষের দেহ গঠন করা পরমানুতে থাকা খালি জায়গা যদি অপসারণ করা হয়, তাহলে পৃথিবীর সব মানুষকে একটি আপেলের মধ্যে রাখা যাবে।
৭) এক পাউন্ড বিশুদ্ধ তুলা থেকে ৩৩ হাজার মাইল লম্বা সুতা তৈরি সম্ভব ।
৮) গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।
৯) একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানী থাকে, তা দিয়ে একটি সাধারণ গাড়ি চারবার পৃথিবী ঘুরে আসতে পারবে।
১০) সারা বিশ্বে কোকাকোলা পানীয়ের প্রস্তুত ফর্মুলা মাত্র দুইজনে জানে যাদের একই বিমানে যাতায়াত নিষিদ্ধ।
১১) মানুষের নিপল থাকে কেন? কারণ Y ক্রোমোজোম প্রবেশ করার আগ পর্যন্ত সবাই নারী থাকে ( X ক্রোমোজোম)।
১২ চাঁদের বুকে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে নাসা। এর গতি আমাদের বাসার ইন্টারনেট গতি থেকেও বেশি, ১৯ এমবি/সেকেন্ড।
১৩) ফড়িংয়ের কান মলে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে।
১৪) চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছু গিলতে পারে না।
১৫) পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
আরো পড়ুনঃ বাংলাদেশ সম্পর্কে তথ্য। বাংলাদেশ নিয়ে সাধারণ জ্ঞান।